জামায়াত অনলাইন লাইব্রেরি
  • নীড়
  • সংক্ষিপ্ত পরিচিতি
  • রমাদান ২০২২
  • বিভাগ ভিত্তিক
    • আল কুরআন
    • আল হাদিস
    • ফিকাহ
    • ঈমান
    • ইসলাম
    • পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক
    • আন্দোলন ও সংগঠন
    • সীরাত ও ইতিহাস
    • সীরাতে সাহাবা
    • মহিলাদের বিশেষ বই
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিবিধ
  • রুকন সিলেবাস
    • রুকন সিলেবাস (স্বল্প শিক্ষিত)
    • রুকন সিলেবাস (শিক্ষিত)
  • কর্মী সিলেবাস
  • বাৎসরিক পাঠ্যসূচি
    • বাৎসরিক পাঠ্যসূচি (শিক্ষিত)
    • বাৎসরিক পাঠ্যসূচি (স্বল্প শিক্ষিত)
  • উচ্চতর অধ্যয়ন
  • অডিও বই
  • অন্যান্য
    • দারসুল কুরআন
    • দারসুল হাদিস
    • আলোচনা নোট
    • বইনোট
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুলেটিন
    • স্মারক
    • ম্যাগাজিন
    • এপস
    • রিপোর্ট বই
    • ছাত্রী সিলেবাস
  • লেখক
কোন ফলাফল নেই
সকল ফলাফল দেখুন
  • নীড়
  • সংক্ষিপ্ত পরিচিতি
  • রমাদান ২০২২
  • বিভাগ ভিত্তিক
    • আল কুরআন
    • আল হাদিস
    • ফিকাহ
    • ঈমান
    • ইসলাম
    • পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক
    • আন্দোলন ও সংগঠন
    • সীরাত ও ইতিহাস
    • সীরাতে সাহাবা
    • মহিলাদের বিশেষ বই
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিবিধ
  • রুকন সিলেবাস
    • রুকন সিলেবাস (স্বল্প শিক্ষিত)
    • রুকন সিলেবাস (শিক্ষিত)
  • কর্মী সিলেবাস
  • বাৎসরিক পাঠ্যসূচি
    • বাৎসরিক পাঠ্যসূচি (শিক্ষিত)
    • বাৎসরিক পাঠ্যসূচি (স্বল্প শিক্ষিত)
  • উচ্চতর অধ্যয়ন
  • অডিও বই
  • অন্যান্য
    • দারসুল কুরআন
    • দারসুল হাদিস
    • আলোচনা নোট
    • বইনোট
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুলেটিন
    • স্মারক
    • ম্যাগাজিন
    • এপস
    • রিপোর্ট বই
    • ছাত্রী সিলেবাস
  • লেখক
জামায়াত অনলাইন লাইব্রেরি

কুরআন বুঝা সহজ

অন্তর্গতঃ আল কুরআন, উচ্চতর অধ্যয়ন
Share on FacebookShare on Twitter

সূচীপত্র

  1. ১. কুরআন ও অন্যান্য কিতাবের মধ্যে পার্থক্য
  2. ২. কুরআন যার উপর নাযিল হয়েছে তাঁকে যে দায়িত্ব দেয়া হয়েছিল
  3. ৩. এ আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে কুরআন বুঝা কিছুতেই সম্ভব নয়
  4. ৪. কুরআনের আন্দোলনমুখী তাফসীর
  5. ৫. গোটা কুরআনের পটভূমি
  6. ৬. সমাজ বিপ্লবের উপযোগী আন্দোলনের পরিচয়
  7. ৭. রাসূল (সাঃ)-এর আন্দোলনের বিভিন্ন যুগ ও স্তর
  8. ৮. মাদানী যুগের বড় বড় ঘটনার সময়কাল
  9. ৯.মাক্কী সূরার বৈশিষ্ট্য (হিজরাতের পূর্বে অবতীর্ণ)
  10. ১০. মাদানী সূরার বৈশিষ্ট্য
  11. ১১. কুরআনের অন্যান্য বৈশিষ্ট্য
  12. ১২. মাক্কী ও মাদানী সূরার সংখ্যা
  13. ১৩. মাক্কী যুগের সূরার তালিকা
  14. ১৪.মাদানী যুগের সূরার তালিকা
  15. ১৫. মাক্কী যুগের বিভিন্ন স্তরে অবতীর্ণ সূরার শ্রেণীবিন্যাস
  16. ১৬. মাক্কী ও মাদানী সূরার সংখ্যা ভিত্তিক হিসাব
  17. ১৭. কুরআনের আলোচ্য বিষয়
  18. ১৮. কুরআনের আলোচনা কৌশল
  19. ১৯. আন্দোলনের দৃষ্টিতে অধ্যয়ন
  20. ২০. মাক্কী যুগের সূরা অধ্যয়নের টেকনিক (পদ্ধতি বা কৌশল)
  21. ২১. নবী কাহিনীর উদ্দেশ্য
  22. ২২. কুরআনের শিক্ষাকে জনগণের মধ্যে ব্যাপক করার উপায়
  23. ২৩. দারসে কুরআনের পদ্ধতি
  24. ২৪. কোন ধরনের মন কুরআনের মর্মার্থ ধরতে পারে?
  25. ২৫. কুরআনের পারা, রুকু, আয়াত, শব্দ ও অক্ষর সংখ্যা

৯.মাক্কী সূরার বৈশিষ্ট্য (হিজরাতের পূর্বে অবতীর্ণ)

ক) প্রথম দিকের সূরার বৈশিষ্ট্যঃ

১. রাসূলকে দেয়া বিরাট দায়িত্ব পালনের উপযোগী উপদেশ।

২. জীবন ও জগত সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণার অপনোদন ও সঠিক বিশ্বাস সৃষ্টির চেষ্টা, ইসলামের বুনিয়াদী শিক্ষাকে বিভিন্ন ভাবে পেশ করা —তাওহীদ, রিসালাত ও আখিরাতের বেশি চর্চা।

৩. মানুষের ঘুমন্ত বিবেক ও নৈতিকতাবোধ জাগ্রত করে চিন্তাশক্তিকে সত্য গ্রহণে উদ্বুদ্ধ করা।

৪. প্রাথমিক সূরাগুলোর ভাষা স্বচ্ছ, ঝর্ণাধারার মত ঝরঝরে, ছোট ছোট ছন্দময় আয়াত; অত্যন্ত আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী, সহজে মুখস্ত হবার যোগ্য, অতি উন্নত সাহিত্য।

খ) মাক্কী সূরা ব্যক্তি গঠনের হেদায়াতপূর্ণ —তাতে সমাজ ও রাষ্ট্র গঠনের আইন বিধান নেই। শুধু শেষ দিকে সমাজ গঠনের ইংগিতমূলক কথা ‘ম্যানিফেস্টো’ আকারে আছে। অতীতে বিভিন্ন জাতির নিকট নবীর আগমন —নবীর প্রতি জনগণের আচরণের ভিত্তিতে তাদের উথান পতনের বর্ণনা (ইতিহাস জানার জন্য নয় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের জন্য) ।

গ) কাফির ও মুশরিকদের বিরোধিতার বিভিন্ন অবস্থায় ধৈর্যের উপদেশ বিরোধিতার জবাব ও মোকাবেলা করার পন্থা।

১০. মাদানী সূরার বৈশিষ্ট্য

হিজরাতের পর অবতীর্ণ সূরা — মক্কায় নাযিল হলেও মাদানী হিসাবে গণ্য

১. দীর্ঘ সূরা (অধিকাংশ),

২. সমাজ গঠনের বিধান,

ক) ফৌজদারী আইন, উত্তরাধিকার বিধান, বিয়ে -তালাক, যাকাত ও ওশর ইত্যাদির নিয়ম কানুন।

খ) দল, রাষ্ট্র, সভ্যতা ও সামাজিকতার ভিত্তি,

গ) মুনাফিক, কাফির, যিম্মি, আহলে কিতাব, যুদ্ধমান শত্রু ও সন্ধি সূত্রে আবদ্ধ জাতির প্রতি আচরণ।

ঘ) জয় -পরাজয়, বিপদ- শান্তি, নিরাপত্তা ভীতি ইত্যাদি অবস্থায় মুসলমানদের কর্তব্য।

১১. কুরআনের অন্যান্য বৈশিষ্ট্য

ক) কুরআনের বাচনভংগীঃ

–একটি বিপ্লবী আন্দোলনের উপযোগী

–সমর্থকদের উদ্দীপিত করার মত সম্মোহক

–বিরোধীদের প্রতিহত করায় বলিষ্ঠ

–বিপ্লবী নেতার ঝংকারময় ভাষণ

–মন – মগজ বুদ্ধি – বিবেককে উদ্বুদ্ধ করার মতো এবং ভাবাবেগের প্লাবন সৃষ্টি করার যোগ্য।

–দরদী মন দিয়ে মানুষের হৃদয় জয় করার মতো আবেগ ও আবেদনময় আহবান।

খ) কুরআনে কেন একইকথা বার বার উল্লেখ করা হয়েছেঃ

১. আন্দোলনের বিশেষ এক অধ্যায়ে যেসব কথা মন- মগজে বসান দরকার তা বারবারই বলা দরকার।

২. বারবার একই ভাষা বা শব্দে, নতুন ভংগীতে ও আকর্ষণীয় পদ্ধতীতে একটি কথাকে পূর্ণরূপে হজম করাবার জন্যই বলা হয়েছে।

৩. আল্লাহর গুনাবলী, তাওহীদ, রিসালাত, আখিরাত, কিতাব, ঈমান, তাকওয়া, সবর, তাওয়াক্কুল ইত্যাদি এমন গুরুত্বপূর্ণ যে এ সবের পুনরূক্তি ব্যাপক হওয়াই স্বাভাবিক এবং আন্দোলনের সকল স্তরে এর প্রয়োজন।

গ) কুরআন হলো ব্লু- প্রিন্ট বা ইসলামী বিধানের নীল নকশা। আল্লাহর তৈরী এ নীল নকশা অনুযায়ী ইসলামের বিরাট সৌধ গড়ার দায়িত্ব যে ইঞ্জিনিয়ারকে দেয়া হয়েছে তিনিই হলেন রাসূল (সাঃ)। তিনি কুরআনে দেয়া পরিকল্পনাকে বাস্তবায়িত করে ইসলামের পরিপূর্ণ রূপ প্রকাশ করেছেন।

১২. মাক্কী ও মাদানী সূরার সংখ্যা

ক) মোট ১১৪টি সূরার মধ্যে ১৭টি সূরা সম্পর্কে মতভেদ দেখা যায়। এর মধ্যে ৫টি সূরা নিয়ে ব্যাপক মতভেদ আছে। বাকী ১২টির মধ্যে অধিকাংশের মতে ৪টি মাদানী ও ৮টি মাক্কী।

১. যে ৫টি সূরা সম্পর্কে ব্যাপক মতভেদ আছে — আল বাইয়েনাহ (৯৮), আল আদিয়াহ (১০০), আল মাউন (১০৭), আল ফালাক (১১৩) ও আন নাস (১১৪)।

২. অধিকাংশের মতে যে ৪টি সূরা মাদানীঃ

আর – রাদ (১৩), আর- রাহমান (৫৫), আদ- দাহর (৭৬) ও আল যিলযাল (৯৯)।

৩. অধিকাংশের মতে যে ৮টি সূরা মাক্কীঃ

আত- তীন (৯৫), আল কদর (৯৭), আত- তাকাসুর (১০২), আল- আসর (১০৩), আল কুরাইশ (১০৬), আল কাউসার (১০৮), আল কাফিরুন (১০৯) ও আল ইখলাস(১১২)।

খ) তাফহীমুল কুরআনে সূরাগুলোর ভুমিকায় মাওলানা মওদূদী (রঃ) সুরাসমূহের নাযিল হবার সময় নিয়ে যে গবেষণামূলক আলোচনা করেছেন তাতে মাত্র ২৫টি সূরা মাদানী বলে প্রমাণিত হয়। সে হিসেবে ১১৪- ২৫=৮৯টি সূরাই মাক্কী বলে সাব্যস্ত হয়। অবশ্য তিনি তাফহীমে ৫৫ও ৯৯নং সূরার শিরোনামে মাদানী লিখেছেন —-যদিও গবেষণার মাক্কী প্রমাণ করেছেন। আবার ১০৭ নং সূরার শিরোনামে মাক্কী লিখেও গবেষণায় মাদানী প্রমাণ করেছেন। কিন্তু তাঁর তরজমায়ে কুরআন মজীদে ১৩ ও ৭৬নং সূরার শিরোনামে মাদানী লিখেছেন।

গ) অধিকাংশের মতে, ২৮টি মাদানী সূরা এবং ৮৬টি মাক্কী সূরা। মাওলানা মওদূদী তাফহীমে ২৭টি এবং তরজমায়ে কুরআনে মজীদে ২৯টি সূরার শিরোনামে মাদানী লিখেছেন।

ঘ) কুরআনের শেষ দু পারায় অধিকাংশ মাক্কী সূরা রয়েছে। ২৯ পরার ১১টি সূরার সবই মাক্কী এবং আমপারার ৩৭ টির মধ্যে ৩৪টিই মাক্কী। মোট ৮৯টি মাক্কী সূরার ৪৫টি শেষ দু পারায় এবং বাকী ৪৪টি সমগ্র কুরআনে ছড়িয়ে আছে।

ঙ) কতক সূরার প্রথম ভাগ মাক্কী হওয়ায় পরবর্তী অংশ মাদানী হওয়া সত্ত্বেও মাক্কী হিসেবে পরিচিত। যেমন সূরা মুযযাম্মিল।

১৩. মাক্কী যুগের সূরার তালিকা

সুরার নং সূরার নাম পারার নং
১ আল ফাতিহা ১
৬ আল-আনয়াম ৭/৮
৭ আল- আ’রাফ ৮/৯
১০ ইউনুস ১১
১১ হুদ ১২
১২ ইউসুফ ১২/১৩
১৩ আর-রা’দ; ১৩
১৪ ইবরাহীম ১৩
১৫ আল-হিজর ১৪
১৬ আন-নাহল ১৪
১৭ বনী ইসরাঈল(আল-ইসরা) ১৫
১৮ আল-কাহাফ ১৫/১৬
১৯ মারইয়াম ১৬
২০ তোয়াহা ১৬
২১ আল- আম্বিয়া ১৭
২৩ আল-মু’মিনূন ১৮
২৫ আল-ফুরকান ১৮/১৯
২৬ আল-শুয়ারা ১৯
২৭ আল-নামল ১৯/২০
২৮ আল-কাসাস ২০
২৯ আল-আনকাবুত ২০/২১
৩০ আর-রুম ২১
৩১ লুকমান ২১
৩২ আস-সাজদাহ ২১
৩৪ সাবা ২২
৩৫ ফাতের (আল মালাইকা) ২২
৩৬ ইয়াসীন ২২/২৩
৩৭ আস-সাফফাত ২৩
৩৮ সোয়াদ ২৩
৩৯ আয-যুমার ২৩/২৪
৪০ আল মু’মিন (গাফির) ২৫
৪১ হা- মীমআস-সাজদাহ(ফুসসিলাত) ২৫
৪২ আশ-শূরা ২৫
৪৩ আয্-যুখরুফ ২৫
৪৪ আদ-দোখান ২৫
৪৫ আল জাসিয়া ২৫
৪৬ আল-আহকাফ ২৬
৫০ কাফ ২৬
৫১ আয-যারিয়াত ২৬/২৭
৫২ আত-তুর ২৭
৫৩ আল-নাজম ২৭
৫৪ আর-কামার ২৭
৫৫ আর-রহমান ২৭
৫৬ আল-ওয়াকিয়া ২৭
৬৭ আল-মুলক ২৯
৬৮ আল-কালাম ২৯
৬৯ আল- হাক্কাহ ২৯
৭০ আল-মায়ারিজ ২৯
৭১ নূহ ২৯
৭২ আল-জ্বিন ২৯
৭৩ আল-মুয্যাম্মিল ২৯
৭৪ আল-মুদ্দাসসির ২৯
৭৫ আল কিয়ামাহ ২৯
৭৬ আদ দাহর (আল ইনসান) ২৯
৭৭ আল-মুরসালাত ২৯
৭৮ আন- নাবা ৩০
৭৯ আন-নাযিয়াত ৩০
৮০ আবাসা ৩০
৮১ আত-তাকভীর ৩০
৮২ আল-ইনফিতার ৩০
৮৩ আল-মুতাফফিফীন (আত-তাতফীক) ৩০
৮৪ আল-ইনশিকাক (ইনশাককাত) ৩০
৮৫ আল-বরুজ ৩০
৮৬ আত-তারিক ৩০
৮৭ আল-আ’লা ৩০
৮৮ আল-গাশিয়া ৩০
৮৯ আল-ফাজর ৩০
৯০ আল-বালাদ ৩০
৯১ আশ-শামস ৩০
৯২ আল-লাইল ৩০
৯৩ আল-দোহা ৩০
৯৪ আলাম-নাশরাহ ৩০
৯৫ আত-ত্বীন ৩০
৯৬ আল-আলাক (ইকরা) ৩০
৯৭ আল-কাদর ৩০
৯৯ আয-যিলযাল ৩০
১০০ আল-আদিয়াহ ৩০
১০১ আল-কারিয়াহ ৩০
১০২ আল-তাকাসুর ৩০
১০৩ আল-আসর ৩০
১০৪ হুমাযাহ ৩০
১০৫ আল-ফীল ৩০
১০৬ কুরাইশ ৩০
১০৮ আল-কাউছার ৩০
১০৯ আল-কাফিরুন ৩০
১১১ লাহাব(আল-মাসাদ বা তাব্বাত) ৩০
১১২ আল-ইখলাস ৩০
১১৩ আল-ফালাক ৩০
১১৪ আন-নাস ৩০

১৪.মাদানী যুগের সূরার তালিকা

সূরার নং সূরার নাম পারার নং
২ আল-বাকারাহ ১-৩
৩ আলে-ইমরান ৩-৪
৪ আন-নিসা ৪-৫
৫ আল-মায়িদা ৭
৮ আল-আনফাল ৯-১০
৯ আত-তাওবা (বারা-আত) ১০-১১
২২ আল-হাজ্জ ১৭
২৪ আন-নূর ১৮
৩৩ আল-আহযাব ২২
৪৭ মুহাম্মদ(আল-কিতাল) ২৬
৪৮ আল-ফাতহ ২৬
৪৯ আল-হুজরাত ২৬
৫৭ আল-হাদীদ ২৭
৫৮ আল-মুজাদালা ২৮
৫৯ আল-হাশর ২৮
৬০ আল-মুমতাহিনা ২৮
৬১ আস-সফ ২৮
৬২ আল-জুমুয়া ২৮
৬৩ আল-মুনাফিকুন ২৮
৬৪ আত-তাগাবুন ২৮
৬৫ আত-তালাক ২৮
৬৬ আত-তাহরীম ২৮
৯৮ আল-বাইয়্যেনাহ ৩০
১০৭ আল-মাউন ৩০
১১০ আল-নাসর ৩০

১৫. মাক্কী যুগের বিভিন্ন স্তরে অবতীর্ণ সূরার শ্রেণীবিন্যাস

কুরআন পাক রাসূল (সাঃ) এর নেতৃত্বে পরিচালিত ইসলামী আন্দোলনের বিভিন্ন অবস্থায় প্রয়োজনীয় হেদায়াতেরই সমষ্টি। তাই কোন যুগের কোন স্তরে কোন কোন সূরা নাযিল হয়েছিল তা জানতে পারলে কুরআনের মর্ম উদ্ধার করা সহজ হয়।

বিশেষ করে মাক্কী যুগের বিভিন্ন স্তরের সাথে মিলিয়ে সূরাগুলোর শ্রেণীবিন্যাস বেশী প্রয়োজন। কিন্তু এ কাজটি বেশ কঠিন। মাদানী সূরা নাযিলের সময় নির্ধারণ যতটা সহজ মাক্কী যুগের বেলায় সে কাজ ঠিক ততটাই দুঃসাধ্য। তবুও সার্থকভাবে কুরআনকে বুঝবার প্রয়োজনে মাওলানা মওদূদী (রঃ) তাফসীরে দেয়া গবেষণার ভিত্তিতে মাক্কী যুগের চারটি স্তরের নিন্ম রূপ শ্রেণী বিন্যাস করা যায়। প্রথম স্তরে মোট ২৮টি, দ্বিতীয় স্তরে ১১, তৃতীয় স্তরে ৩৭ ও চতুর্থ স্তরে ১৩টি সূরা = মোট৮৯টি।
ক) মাক্কী যুগের প্রথম স্তরে (৩ বছরে) যে ২৮টি সূরা নাযিল হয়েছে তার তালিকাঃ

ক্রমিক নং পারার নং সূরার নাম সূরার নং
১ ১ আল-ফাতিহা ১
২ ২৭ আর রাহমান ৫৫
৩ ২৯ আল জ্বিন ৭২
৪ ২৯ আল মযযাম্মিল(প্রথমাংশ) ৭৩
৫ ২৯ আল মুদ্দাসসির (১ম ৭ আয়াত) ৭৪
৬ ২৯ আল কিয়ামাহ ৭৫
৭ ২৯ আদ-দাহর ৭৬
৮ ২৯ আল-মুরসালাত ৭৭
৯ ৩০ আন-নাবা ৭৮
১০ ৩০ আন-নাযিরাত ৭৯
১১ ৩০ আত-তাকভীর ৮১
১২ ৩০ আল-ইনফিতার ৮২
১৩ ৩০ আল-ইনশিকাক ৮৪
১৪ ৩০ আল-আ’লা ৮৭
১৫ ৩০ আদ-দোহা ৯৩
১৬ ৩০ আলাম নাশরাহ ৯৪
১৭ ৩০ আত-তীন ৯৫
১৮ ৩০ আল-আলাক ৯৬
১৯ ৩০ আল-কাদর ৯৭
২০ ৩০ আয-যিলযাল ৯৯
২১ ৩০ আল-আদিয়াত ১০০
২২ ৩০ আল-কারিয়াহ ১০১
২৩ ৩০ আল-তাকাসুর ১০২
২৪ ৩০ আল-আসর ১০৩
২৫ ৩০ আল-হুমাযা ১০৪
২৬ ৩০ আল-ফীল ১০৫
২৭ ৩০ আল-কুরাইশ ১০৬
২৮ ৩০ আল-ইখলাস ১১২

খ) মাক্কী যুগের দ্বিতীয় স্তরের দু বছরে নাযিলকৃত ১১টি সূরার তালিকার নাযিল

ক্রমিক নং পারার নং সূরার নাম সূরার নং
১ ২৩ সোয়াদ ৩৮
২ ২৬ কাফ(শেষ দিকে) ৫০
৩ ২৬-২৭ আয-যারিয়াত(শেষ দিকে) ৫১
৪ ২৭ আত-তুর(শেষ দিকে) ৫২
৫ ২৯ আল মুলক ৬৭
৬ ২৯ আল-হাককাহ ৬৯
৭ ২৯ আল-মায়ারিজ ৭০
প্রথম স্তরের ৫ নম্বরে গণ্য ২৯ আল-মুদ্দাসসির ৮ম আয়াত থেকে সবটুকু সূরা ৭৪
৮ ৩০ আবাসা ৮০
৯ ৩০ আল-মুতাফফিফীন ৮৩
১০ ৩০ আত-তারিক ৮৬
১১ ৩০ আল-গাশিয়া ৮৮

গ) মাক্কী যুগের তৃতীয় স্তরের ৫ বছরে অবতীর্ণ সূরার তালিকা

ক্রমিক নং পারার নং সূরার নাম সূরার নং
১ ১৫-১৬ আল-কাহফ(হিজরাতে হাবশার পূর্বে) ১৮
২ ১৬ মারইয়াম(ঐ) ১৯
৩ ১৬ তোয়াহা [হযরত ওমরের (রাঃ)ইসলামগ্রহণের পূর্বে ] ২০
৪ ১৭ আল আম্বিয়া (৩য় স্তরের ১ম দিকে) ২১
৫ ১৮ আল মুমি’নূন(হযরত ওমরের ইসলাম গ্রহণের পর এবং দুর্ভিক্ষের সময়) ২৩
৬ ১৮-১৯ আল ফুরকান ২৫
৭ ১৯ আশ শুয়ারা (সূরা তোয়াহা ও ওয়াকেয়ার পর) ২৬
৮ ১৯-২০ আন-নামল(শূয়ারার পর) ২৭
৯ ২০ আল কাসাস(নামলের পর) ২৮
১০ ২০-২১ আল আনকাবুত(হিজরাতে হাবশার পূর্বে) ২৯
১১ ২১ আর রুম(হাবশার পরে) ৩০
১২ ২১ লুকমান(আনকাবুতের পর) ৩১
১৩ ২১ আস সাজদা (১ম দিকে) ৩২
১৪ ২২ আস সাবা (১ম দিকে) ৩৪
১৫ ২২ আল ফাতির (১ম দিকে) ৩৫
১৬ ২২-২৩ ইয়াসিন(৩য় স্তরের শেষ দিকে বা ৪র্থ প্রথম দিকে) ৩৬
১৭ ২৩ আস সাফফাত(ইয়াসিনের সাথে সাথে) ৩৭
১৮ ২৩-২৪ আয্ যুমার (হাবশার পূর্বে) ৩৯
১৯ ২৪ আল মু’মিন(যুমারের পর) ৪০
২০ ২৪-২৫ হা-মীম আস- সাজদা [হামযা (রাঃ)-এর ইসলাম গ্রহণের পর ও ওমর(রাঃ)-এর পূর্বে ] ৪১
২১ ২৫ আশ- শুরা (হা-মীম আস-সাজদার পর) ৪২
২২ ২৫ আদ্ দোখান (দুর্ভিক্ষের সময়) ৪৪
২৩ ২৫ আল- জাসিয়া (দোখানের পর) ৪৫
২৪ ২৭ আন্ নাজম (হাবশার পর) ৫৩
২৫ ২৭ আল-কামার (৮ম নাবাভীতে) ৫৪
২৬ ২৭ আল ওয়াকেয়াহ [হাবশার পর ওমর (রাঃ)এর ইসলাম গ্রহণের পূর্বে ] ৫৬
২৭ ২৯ আল কালাম (১ম দিকে) ৬৮
২৮ ২৯ নূহ(১ম দিকে) ৭১
২৯ ৩০ আল- বুরুজ(শেষ দিকে) ৮৫
৩০ ৩০ আল-ফাজর (১ম দিকে) ৮৯
৩১ ৩০ আশ-শামস ৯১
৩২ ৩০ আল-লাইল ৯২
৩৩ ৩০ আল-কাউছার ১০৮
৩৪ ৩০ আল-কাফিরূন ১০৯
৩৫ ৩০ আল-লাহাব ১১১
৩৬ ৩০ আল-ফালাক ১১৩
৩৭ ৩০ আন-নাস ১১৪

ঘ) মাক্কী যুগের ৪র্থ স্তরের ৩ বছরে নাযিল হওয়া ১৩টি সূরার তালিকা

ক্রমিক নং পারার নং সূরার নাম সূরার নং
১ ৭-৮ আল-আনয়াম ৬
২ ৮-৯ আল-আরা’ফ ৭
৩ ১১ ইউনুস ১০
৪ ১২ হুদ ১১
৫ ১২-১৩ ইউসূফ ১২
৬ ১৩ আর- রা’দ ১৩
৭ ১৩ ইবরাহীম ১৪
৮ ১৪ আল-হিজর ১৫
৯ ১৪ আন-নাহল ১৬
১০ ১৫ বনী ইসরাঈল ১৭
১১ ২৫ আয্ যুখরুফ [রাসল (সাঃ)-কে হত্যার ষড়যন্ত্র ] ৪৩
১২ ২৬ আল-আহকাফ ৪৬
১৩ ৩০ আল- বালাদ ৯০

পূর্বে ও বলা হয়েছে যে মাক্কী সূরাগুলোর নাযিলের সঠিক সময় হিসাব করা খুবই কঠিন। যেসব সূরা সম্পর্কে স্পষ্ট রেওয়ায়াত পাওয়া যায় না সেগুলোর ভাষা ও বাচনভংগী এবং আলোচ্য বিষয়বস্তুর ভিত্তিতেই সিন্ধান্ত নিতে হয়েছে। তাই মাক্কী সূরাগুলোকে উপরোক্ত চারটি স্তরে যেভাবে সাজানো হয়েছে তা একেবারে নির্ভুল বলে দাবী করার উপায় নেই। তবু এ স্তর বিন্যাস সূরাগুলোর বক্তব্য বুঝতে সাহায্য করবে বলেই আশা করা যায়। আর সেটাই এ শ্রেণীবিন্যাসের আসল উদ্দেশ্য।

১৬. মাক্কী ও মাদানী সূরার সংখ্যা ভিত্তিক হিসাব

কুরআন মজীদের ১১৪টি সূরার ক্রমিক সংখ্যার ভিত্তিতে মাক্কী যুগের ৮৯টি ও মাদানী যুগের ২৫টি সূরার হিসাব নিম্নে দেয়া হলোঃ

মাক্কী যুগের সূরা সংখ্যা মাদানী যুগের সূরা সংখ্যা
১নং ১ ২-৫নং ৪
৬ ও ৭নং ২ ৮ ও ৯ নং ২
১০ ২১নং ১২ ২২ ও ২৪নং ২
২৩নং ১ ৩৩নং ১
২৫-৩২নং ৮ ৪৭-৪৯নং ৩
৩৪-৪৬নং ১৩ ৫৭-৬৬নং ১০
৫০-৫৪নং ৫ ৯৮নং ১
৫৫ ও ৫৬নং ২ ১০৭নং ১
৬৭-৯৭নং ৩১ ১১০নং ১
৯৯-১০৬নং ৮
১০৮ও১০৯নং ২
১১১-১১৪নং ৪
মোট ৮৯ মোট ২৫

Page 2 of 3
Prev123Next

@BJI Dhaka City South

কোন ফলাফল নেই
সকল ফলাফল দেখুন
  • নীড়
  • সংক্ষিপ্ত পরিচিতি
  • রমাদান ২০২২
  • বিভাগ ভিত্তিক
    • আল কুরআন
    • আল হাদিস
    • ফিকাহ
    • ঈমান
    • ইসলাম
    • পারিবারিক জীবন ও সামাজিক সম্পর্ক
    • আন্দোলন ও সংগঠন
    • সীরাত ও ইতিহাস
    • সীরাতে সাহাবা
    • মহিলাদের বিশেষ বই
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিবিধ
  • রুকন সিলেবাস
    • রুকন সিলেবাস (স্বল্প শিক্ষিত)
    • রুকন সিলেবাস (শিক্ষিত)
  • কর্মী সিলেবাস
  • বাৎসরিক পাঠ্যসূচি
    • বাৎসরিক পাঠ্যসূচি (শিক্ষিত)
    • বাৎসরিক পাঠ্যসূচি (স্বল্প শিক্ষিত)
  • উচ্চতর অধ্যয়ন
  • অডিও বই
  • অন্যান্য
    • দারসুল কুরআন
    • দারসুল হাদিস
    • আলোচনা নোট
    • বইনোট
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুলেটিন
    • স্মারক
    • ম্যাগাজিন
    • এপস
    • রিপোর্ট বই
    • ছাত্রী সিলেবাস
  • লেখক

@BJI Dhaka City South